নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ
রাজ্যে ১০০ শতাংশ কোভিড টিকাকরণের লক্ষ্যে ৩১ জুলাই পর্যন্ত বিশেষ অভিযানের সময়সীমা বাড়ানো হয়েছে। রাজ্যে কোভিড টিকাকরণে অগ্রাধিকার দিয়েছে সরকার। বৃহস্পতিবার গোমতী জেলার কিল্লা ব্লকের তিনটি কোভিড টিকাকরণ কেন্দ্র পরিদর্শন শেষে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রী গোমতী জেলার রাইয়াবাড়ী উপস্বাস্থ্য কেন্দ্র, এস বি নগর উপস্বাস্থ্য কেন্দ্র ও দেওয়ানবাড়ী উপস্বাস্থ্য কেন্দ্রের টিকাকরণ কেন্দ্রগুলি পরিদর্শন করেন। প্রয়োজনে টিকাকরণ কর্মসূচির প্রাত্যহিক সময়সীমা বাড়িয়ে সবার কাছে টিকা গ্রহণের সুযোগ পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন। তাছাড়াও যারা এখনো টিকা গ্রহণ করেননি তাদেরকে চিহ্নিত করে কোভিড টিকা গ্রহণের সুযোগ করে দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। টিকাকরণের গুরুত্ব তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, সবার আগে আমাদের প্রয়োজন জীবনের সুরক্ষা। প্রত্যেকের জীবনে নানা ব্যস্ততার মাঝেও সুযোগ করে টিকা গ্রহণ করা প্রয়োজন। ফুটবল খেলা বা জমিতে কাজ করা দু'দিন বাদেও করা যেতে পারে। কিন্তু টিকা সঠিক সময়ে নেওয়া প্রয়োজন। আর তাই কোভিড অতিমারীতে রাজ্যব্যাপী এই বিশেষ টিকাকরণ কর্মসূচির সুযোগ নিয়ে নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখতে কভিড টিকা নিতে হবে। মুখ্যমন্ত্রী বলে, করোনার তৃতীয় ঢেউ আসবে কিনা আমাদের জানা নেই। তবে তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। এরজন্যই প্রয়োজন এই টিকা গ্রহণ করা। করোনার ভয় না পেয়ে তার থেকে সুরক্ষার লক্ষ্যে টিকাকরণই অন্যতম পথ।মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন ১৮ ঊর্ধ্বদের টিকাকরণের মাধ্যমে রাজ্যে ১০০ শতাংশ টিকাকরণের লক্ষ্য পূরণে সাফল্য আসবে।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
২৯শে জুলাই ২০২১