আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    জঙ্গি কার্যকলাপে যুক্ত ১১ জন সরকারি কর্মচারী বরখাস্ত জম্মু ও কাশ্মীরে

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


    জঙ্গি গোষ্ঠীর সাথে যোগসাজশ এবং দেশবিরোধী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে জম্মু ও কাশ্মীরের ১১ জন সরকারি কর্মীকে বরখাস্ত করল স্থানীয় প্রশাসন। ভারতীয় সংবিধানের ৩১১(২)(সি) ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তাদের পাশাপাশি সন্ত্রাসবাদী সালাউদ্দিনের দুই ছেলের চাকরিও কেড়ে নেওয়া হয়েছে। অভিযুক্তদের সকলের বিরুদ্ধে জঙ্গি গোষ্ঠীগুলির সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ রয়েছে। অন্যতম অভিযুক্ত একজনের বিরুদ্ধে অভিযোগ তিনি নিয়মিত লস্করের মতো জঙ্গি গোষ্ঠীকে নিয়মিত খবর সরবরাহ করতেন। কেবল খবর দেওয়াই নয়, ওই ব্যক্তি নিয়মিত নিরাপত্তা বাহিনীর উপরে নজরদারি চালাতেন। সেই সঙ্গে সন্ত্রাসবাদী কার্যকলাপের ব্যাপারে উসকানি দিতেন। বরখাস্ত হওয়া ১১ জন কর্মীর মধ্যে ৪ জন অনন্তনাগ ও ৩ জন বদগামের বাসিন্দা। এছাড়া বাকিরা শ্রীনগর, পুলওয়ামা ও কুপওয়ারার বাসিন্দা। অভিযুক্তদের মধ্যে ৪ জন শিক্ষা বিভাগে ও ২ জন জম্মু ও কাশ্মীরের পুলিশ বিভাগে কর্মরত। বাকিরা কৃষি, বিদ্যুৎ বিভাগে কাজ করতেন।


    আরশিকথা দেশ-বিদেশ

    ১০ই জুলাই ২০২১
     

    3/related/default