১৭ বছর বয়সে ইতিহাস তৈরি করে চলতি উইম্বলডন গ্র্যান্ড স্লামের ফাইনালে পৌঁছে গেল ভারতীয় বংশোদ্ভূত সমীর বন্দ্যোপাধ্যায়।আমেরিকার নিউ জার্সিতেই বড় হয়েছে সমীর। শুক্রবার উইম্বলডন জুনিয়রে ছেলেদের সিঙ্গলসে ক্রোয়েশিয়ার মিলি পলিসাককে স্ট্রেট সেটে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল সমীর। ম্যাচের স্কোর তার পক্ষে ছিল ৬-১, ৬-১। আর শনিবার শেষ চারে ফ্রান্সের গুয়েমার্ড ওয়েনবার্গকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেন তিনি। প্রথম সেট থেকেই দাপটের সঙ্গে লড়াই করেন। ৭-৬-এ প্রথম সেট পকেটে পুরলেও দ্বিতীয় সেটে অবশ্য ঘুরে দাঁড়ায় প্রতিপক্ষ। ৬-৪-এ সেট জেতে ওয়েনবার্গ। তবে তাতে সমীরের আত্মবিশ্বাসে ধাক্কা লাগাতে পারেনি প্রতিপক্ষ। দুর্দান্ত লড়াইয়ে ৬-২ জিতে সেমিফাইনালে জয় ছিনিয়ে নেয় সমীর। এর আগে বাঙালি হিসেবে উইম্বলডনের ফাইনালে পৌঁছেছিলেন কিংবদন্তি জয়দীপ মুখোপাধ্যায়। সমীরের এই সাফল্যে স্বভাবতই উচ্ছ্বসিত ভারতীয় টেনিস প্রেমীরা।
আরশিকথা দেশ-বিদেশ
১০ই জুলাই ২০২১