২০২১-২২ শিক্ষাবর্ষে সিবিএসই পরীক্ষা পদ্ধতি ও সিলেবাস নিয়ে বিস্তারিত ঘোষণা করল। বোর্ডের তরফ থেকে বলা হয়েছে পরবর্তী শিক্ষাবর্ষে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা হবে দু’টি ভাগে। প্রতিটি ভাগে ৫০ শতাংশ করে সিলেবাস থাকবে। সিলেবাসের বোঝা কমিয়ে পরীক্ষা পদ্ধতি আরও সহজ করতেই এই ব্যবস্থা বলে মনে করছে শিক্ষক মহল। সিবিএসই-এর তরফ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, ২০২১-২২ সালের দশম ও দ্বাদশ শ্রেণির সিলেবাস মোট দু’টি ভাগে ভাগ করা হবে। তবে সে ক্ষেত্রেও মাথায় রাখা হবে বিষয়গুলির মধ্যে যাতে যোগ থাকে। কোনও ভাগেই পড়ুয়াদের পড়তে যাতে অসুবিধা না হয়, সে দিকে খেয়াল রাখবে বোর্ড। প্রতিটি ভাগের সিলেবাস শেষ হলে তার পরীক্ষা আলাদা ভাবে নেবে বোর্ড।
আরশিকথা দেশ-বিদেশ
৫ই জুলাই ২০২১