ইউহান থেকে ছড়ানো ভাইরাসের তুলনায় ডেল্টা ভ্যারিয়েন্ট অনেক বেশি ভয়ংকর। করোনা টিকার কার্যকারিতার চেয়ে ৮ গুণ শক্তিশালী এটি। অর্থাৎ টিকার দু’টি ডোজ নেওয়া হয়ে গেলেই আর নিশ্চিন্ত হওয়া যাবে না। দিল্লির গঙ্গারাম হাসপাতালের একটি গবেষণার পর এমনটাই দাবি গবেষকদের। নতুন এই গবেষণায় দাবি করা হয়েছে, করোনা ভ্যাকসিন নিলে শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয়, তা কোভিডের ডেল্টা ভ্যারিয়েন্টের উপর ৮ ভাগ কম কাজ করে। ডেল্টা ভ্যারিয়েন্টকে ‘উদ্বেগের ভ্যারিয়েন্ট’ বলে উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। প্রায় ১০০ দেশে এই ভোলবদলানো করোনা ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করে হু প্রধান জানিয়েছিলেন, ‘এটি অতিমারীর অত্যন্ত ভয়ংকর সময়’। পাশাপাশি প্রতিটি দেশকে সমানভাবে টিকাকরণে জোর দেওয়ার আরজিও জানিয়েছিলেন তিনি। তারই মধ্যে দিল্লির হাসপাতালের গবেষকদের দাবি, যাঁরা আগেই করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন, তাঁদের শরীরে তৈরি অ্যান্টিবডিকে সরিয়ে দিয়ে নতুন করে দেহে থাবা বসাচ্ছে এই ভ্যারিয়েন্টটি। অর্থাৎ এক্ষেত্রে নতুন করে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়তে পারে। এখানেই শেষ নয়, ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমিত করার গতিও তুলনামূলক বেশি। এমনকী যাঁরা ইতিমধ্যেই করোনা টিকার দুটি ডোজই নিয়েছেন, তাঁরাও খুব একটা সুরক্ষিত নয় বলেই দাবি গবেষণার।
আরশিকথা দেশ-বিদেশ
৫ই জুলাই ২০২১