শুক্রবার জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসবাদীদের সংঘর্ষে শহিদ হয়েছেন এক জওয়ান। সেনা সূত্রে খবর, পুলওয়ামার রাজপোরা এলাকায় জঙ্গিদের গোপন ঘাঁটির সন্ধান দেন গোয়েন্দারা। সেই খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযানে নামে সেনাবাহিনী, সিআরপিএফ ও জম্মু-কাশ্মীর পুলিশের একটি যৌথ বাহিনী। রাতের অন্ধকারে ঘিরে ফেলা হয় সন্ত্রাসবাদীদের ডেরা। জওয়ানদের উপস্থিতির কথা জানতে পেরে গুলি চালাতে শুরু করে জেহাদিরা। কয়েক ঘণ্টা ধরে চলা লড়াইয়ের পর গুলির আঘাতে গুরুতর আহত হন ৪৪ রাষ্ট্রীয় রাইফেলস-এর জওয়ান কাশী। তাঁকে দ্রুত সেনার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকদের চেষ্টা ব্যর্থ করে শহিদ হয়ে যান তিনি। এদিকে, এখনও জঙ্গিদের সন্ধানে অভিযান চলছে। ওই ঘাঁটিতে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী লুকিয়ে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরশিকথা দেশ-বিদেশ
২রা জুলাই ২০২১