ফের বাড়ানো হলো করোনা কারফিউ'র সময়সীমা। ৯ এলাকায় সাত দিনের জন্য করোনা কারফিউ বাড়ানোর সিদ্ধান্ত নিল প্রশাসন। আগামী ৯ জুলাই পর্যন্ত করোনা কারফিউ আগরতলা পুর নিগমসহ রাজ্যের ৯ টি পুর ও নগর পঞ্চায়েত এলাকায় বলবৎ থাকবে। পাশাপাশি জারি থাকবে নাইট কারফিউও। নাইট কারফিউ ১০ জুলাই পর্যন্ত বলবৎ থাকবে। আগরতলা পুর নিগম, রানীরবাজার,কৈলাশহর, ধর্মনগর, খোয়াই, উদয়পুর, বিলোনিয়া পুর নিগম এলাকা এবং জিরানিয়া ও পানিসাগর নগর পঞ্চায়েত এলাকায় করোনা কারফিউ জারি থাকবে। গোটা রাজ্যের মধ্যে এই নয়টি পুর নিগম এলাকা এবং নগর পঞ্চায়েত এলাকায় সংক্রমণের হার অনেকটা বেশি। তাই প্রশাসনকে সংক্রমণের গতি স্তিমিত করতে ফের করোনা কারফিউ এবং নাইট কারফিউ বলবৎ করার সিদ্ধান্ত নিতে হয়েছে। বাকি সব নির্দেশিকা আগের মতোই থাকছে বলে প্রশাসনের পক্ষ থেকে এক নির্দেশিকায় জানানো হয়েছে।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
২রা জুলাই ২০২১