পরিযায়ী শ্রমিকদের মুখ্যমন্ত্রী কোভিড স্পেশাল প্যাকেজ বিতরণঃ ত্রিপুরা

আরশি কথা

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


রাজ্যজুড়ে করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী কোভিড স্পেশাল প্যাকেজ প্রদান করা হচ্ছে। গরিব অংশের মানুষ যেন কোনোভাবেই এই সুবিধা থেকে বাদ না যান তার জন্য পরিযায়ী শ্রমিকদের এই স্পেশাল প্যাকেজ প্রদানের সিদ্ধান্ত হয়। রবিবার সদর মহকুমা প্রশাসনের মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের হাতে খাদ্যসামগ্রীর এই বিশেষ ব্যাগ তুলে দেওয়া হয়।



সদর মহকুমা শাসক অসীম সাহা শ্রমিকদের হাতে ব্যাগ তুলে দেন।
সদর মহকুমার ১৪২৭ জন পরিযায়ী শ্রমিককে চিহ্নিত করা হয়েছে। এই বিশেষ প্যাকেটের মধ্যে রয়েছে সরিষার তেল, লবণ, পেঁয়াজ, তিন কেজি আলু, ৫০০ গ্রাম সয়াবিন, হলুদ,জিরাসহ দু'কেজি মসুরের ডাল এবং ১০ কেজি চাল।

বহি:রাজ্যের যে সমস্ত শ্রমিকরা বর্তমানে রাজ্যে বিভিন্ন কাজকর্ম করছে অথচ সঙ্গে তাদের রেশন কার্ড নেই তারাও যেন মুখ্যমন্ত্রী কোভিড স্পেশাল প্যাকেজ পান সেই জন্যই এই উদ্যোগ বলে জানান সদর মহকুমা শাসক।


আরশিকথা ত্রিপুরা সংবাদ


ছবিঃ সুমিত কুমার সিংহ

৪ ঠা জুলাই ২০২১
 

3/related/default