আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    জাতীয় স্বার্থে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক: জানালেন হেফাজত নেতা বাবুনগরীঃ বাংলাদেশ

    আরশি কথা

    আবু আলী ঢাকা,আরশিকথা ॥


    ব্যক্তি স্বার্থে নয়, জাতীয় স্বার্থে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সোমবার রাতে বৈঠক করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির জুনাইদ বাবুনগরী। মঙ্গলবার রাজধানীর খিলগাঁও মাখজানুল উলুম মাদ্রাসায় অনুষ্ঠিত এক বৈঠকে বাবুনগরী এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘ব্যক্তিগত কোনও কারণে নয়, জাতীয় স্বার্থে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আমরা আলেম-উলামাদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, গ্রেপ্তার ও হয়রানি বন্ধ এবং কওমি মাদ্রাসা খুলে দেওয়ার দাবি জানিয়েছি।’ তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের দাবি-দাওয়াগুলো মেনে নেওয়ার মৌখিক আশ্বাস দিয়েছেন। আমরা আশা করছি সরকার দ্রুত আমাদের দাবিগুলো মেনে আলেম-উলামাদের মুক্তি দেবেন।’ বাবুনগরী আরও বলেন, ‘সারা দেশে অসংখ্য নিরীহ আলেম-উলামাদের গ্রেপ্তার করা হয়েছে। তারা কারাগারে মানবেতর জীবনযাপন করছেন। বৈঠকে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিষয়গুলো তুলে ধরেছি। আমরা জানিয়েছি, হেফাজতের বিরুদ্ধে কথিত যে সহিংসতার অভিযোগ করা হচ্ছে, তা সঠিক নয়।’ হেফাজতের কোনও নেতাকর্মী সহিংসতার সঙ্গে যুক্ত ছিলো না উল্লেখ করে তিনি বলেন, ‘কিছু দুষ্কৃতিকারী হেফাজতের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। তাদের খুঁজে বের করা দরকার। নিরীহ আলেম-উলামাদের এসবের সঙ্গে কোনও সম্পর্ক নেই।’


    আরশিকথা বাংলাদেশ সংবাদ

    ৬ই জুলাই ২০২১
     

    3/related/default