আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    তামাবিল সীমান্ত থেকে শিশুসহ ৩ নাইজেরিয়ান আটকঃ বাংলাদেশ

    আরশি কথা

    আবু আলী ঢাকা, আরশিকথা ॥

    সিলেটের গোয়াইনঘাট উপজেলা থেকে এক শিশুসহ নাইজেরিয়ার তিন নাগরিককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে একটি গোয়েন্দা সংস্থার একটি দল আজ সকালে তামাবিল স্থলবন্দর এলাকায় বাংলাদেশ সীমান্তের ভেতর থেকে তাদের আটক করে। গোয়েন্দা সংস্থা দুপুর ১২টার দিকে তাদের গোয়াইনঘাট থানায় সোপর্দ করেছে।’ ‘এরা হলেন— ইমনানুল ননমেদি ওয়াগাওয়াম (৪২), পাউল ইবুদি অকিচুকাও (২৭) ও ফেবুর অসিনাচি ওয়াগাওয়াম নামে এক শিশু। তাদের কাছে পাওয়া পাসপোর্ট থেকে আমরা নিশ্চিত হয়েছি তিন জনই নাইজেরিয়ার নাগরিক। তবে কীভাবে তারা বাংলাদেশে এসেছেন তা এখনো জানা যায়নি। ভাষাগত কারণে তাদের সঙ্গে কথা বলতে সমস্যা হচ্ছে। ইতোমধ্যে ইমিগ্রেশন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিয়য়টি অবহিত করা হয়েছে’, বলেন পরিমল চন্দ্র দেব। পুলিশ সূত্রে জানা যায়, ভোরে তামাবিল স্থলবন্দর এলাকায় শিশুসন্তানকে কোলে নিয়ে নাইজেরিয়ার নাগরিক দুজনকে ঘোরাঘুরি করতে দেখে গোয়েন্দা সংস্থার সদস্যরা আটক করেন। বাংলাদেশে প্রবেশের বৈধতার বিষয়ে তাঁরা কোনো তথ্য দিতে পারছিলেন না। এ বিষয়ে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়ার পর বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে পুলিশে হস্তান্তর করা হয়। এর আগে গত ২৯ জুন তামাবিল থেকে অনুপ্রবেশের অভিযোগে ওনিবুচুকু স্ট্যালি ইজিডাব্লু (৩১) নামের নাইজিয়ার নাগরিককে আটক করা হয়। ৯ দিন পর আটক ৩ জনের সঙ্গে ইজিডাব্লুর যোগাযোগ আছে কি না, পুলিশ খতিয়ে দেখছে। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিমল চন্দ্র দেব বলেন, তিনজনকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। এর আগে ২৯ জুন আটক করা নাইজিরিয়ার নাগরিককে পুশব্যাক করা হয়েছিল। কোনো অপরাধ না থাকলে তাঁদের একইভাবে পুশব্যাক করার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।


    আরশিকথা বাংলাদেশ সংবাদ

    ৮ইজুলাই ২০২১
     

    3/related/default