Type Here to Get Search Results !

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরা উদ্ধার দক্ষিণ আফ্রিকার খনি থেকে

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


দক্ষিণ আফ্রিকার বৎসওয়ানার খনি থেকে উদ্ধার হল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরা। অতিকায় এই হীরাটি ১ হাজার ১৭৪ ক্যারাটের। ১৯০৫ সালে এই দক্ষিণ আফ্রিকা থেকেই উদ্ধার হয়েছিল বিশ্বের বৃহত্তম হীরে ‘কুলিনান’। ৩ হাজার ১০৬ ক্যারাটের সেই হীরার পরেই স্থান করে নেবে উদ্ধার করা নতুন এই হীরাটি। কানাডার সংস্থা লুকারা এই হীরাটি খনন করেছে। সংস্থার ম্যানেজিং ডিরেক্টর নসিম লাহরি এই সাফল্যে উৎফুল্ল হয়ে জানিয়েছেন, ‘‘ইতিহাস তৈরি হতে চলেছে। বৎসওয়ানা ও আমাদের সংস্থা, দুইয়েরই জন্য।’’ এর আগে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরা ছিল লেসেডি লা রোনা। সেটিও বৎসওয়ানাতেই মিলেছিল। সেটির ওজন ছিল ১ হাজার ১০৯ ক্যারাট। সেই রেকর্ড ভেঙে এবার তৈরি হল নয়া নজির। উদ্ধার হওয়া হীরাটি তুলে দেওয়া হয়েছে বৎসওয়ানার প্রশাসনের হাতে। এমন প্রাপ্তিতে খুশী প্রেসিডেন্ট মকউইৎসি মাসিসি। তিনি এই মুহূর্তকে ‘রোমাঞ্চকর মুহূর্ত’ বলে বর্ণনা করে মনে করিয়ে দিয়েছেন আফ্রিকার এই দেশে হীরার ব্যাপারে সারা বিশ্বে যে খ্যাতি অর্জন করেছে, সেই ঐতিহ্যই যেন রক্ষিত হল নতুন হীরাটির মাধ্যমে।


আরশিকথা দেশ-বিদেশ

৮ই জুলাই ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.