প্রধানমন্ত্রীর নির্দেশে পিএম কেয়ার্স তহবিল থেকে মোট ১,৫০০টি অক্সিজেন প্লান্ট তৈরি করা হচ্ছে। এই প্লান্টগুলি জেলা হাসপাতাল বা বড় সরকারি হাসপাতালে প্রতিষ্ঠা করা হবে। এর তত্ত্বাবধানের দায়িত্ব সরাসরি থাকবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের উপর। শুক্রবার এই ঘোষণা করলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি নির্দেশ দিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব, এই অক্সিজেন প্লান্টগুলি কার্যকর করতে হবে। শুক্রবার রিভিউ মিটিংয়ে প্রধানমন্ত্রী জানিয়েছেন, সব পিএসএ অক্সিজেন প্লান্টগুলি সক্রিয় হলে দেশে একসঙ্গে ৪ লক্ষ অক্সিজেন বেডে জীবনদায়ী এই গ্যাস সরবরাহ করা সম্ভব হবে। এদিনের রিভিউ মিটিংয়ে প্রধানমন্ত্রী আধিকারিকদের নির্দেশ দিয়েছেন, সমস্ত হাসপাতালের আধিকারিকদের উপযুক্ত প্রশিক্ষণ দিতে হবে। করোনা দ্বিতীয়বার আঘাত হানার পর দেশজুড়ে অক্সিজেনের সংকট তৈরি হয়েছিল। দেশের সব বড় শহরেই কমবেশি সমস্যায় পড়তে হয়েছে করোনা রোগীদের। বিশেষ করে দিল্লি এবং মহারাষ্ট্রে এই সমস্যা ছিল সবচেয়ে বেশি। উত্তরপ্রদেশ সরকার স্বীকার না করলেও সেরাজ্যেও যে অক্সিজেনের গভীর সংকট ছিল, এবং বহু মানুষের প্রাণহানি হয়েছে তা একাধিকবার প্রকাশ্যে এসেছে। অক্সিজেনের এই সংকট নিয়ে দ্বিতীয় ঢেউয়ের পর দেশজুড়ে সমালোচনার মুখে পড়তে হয়েছিল কেন্দ্রকে। তৃতীয় ঢেউয়ের ক্ষেত্রে যাতে সেই ঘটনার পুনরাবৃত্তি না হয়, তা নিশ্চিত করতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আরশিকথা দেশ-বিদেশ
৯ই জুলাই ২০২১