কিছুদিন বন্ধ থাকার পর ফের অভিযানে নামল সদর মহকুমা প্রশাসন। শুক্রবার মহারাজগঞ্জ বাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান চালান খোদ মহকুমা শাসক অসীম সাহা। করোনা পরিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক ধরে নিয়ে কেউ কেউ করোনা বিধি মানছেন না। বিশেষ করে বাজারগুলিতে রোজ ভীড় জমছে। অধিকাংশ মানুষ মাস্ক পরলেও ঠিকভাবে তা ব্যবহার করছেন না। আর সামাজিক দূরত্ব তো মানা হচ্ছেই না।
সদর মহকুমা শাসক বলেন, যে উদ্দেশ্য নিয়ে করোনা কারফিউ ঘোষণা করা হয়েছে তা সফল হবে না যদি মানুষ সচেতন না হয়। সবাইকে সঠিকভাবে মাস্ক পরিধান এবং সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানান তিনি। সচেতন করেন ক্রেতা-বিক্রেতা উভয় অংশের মানুষকে। এদিন এসডিএম-এর সঙ্গে প্রশাসনের আধিকারিকরা ছাড়াও ছিলেন অল ত্রিপুরা মার্চেন্ট এসোসিয়েশনের সম্পাদক সুজিত রায়সহ অন্যান্য কার্যকর্তারা।
মহকুমা শাসক বলেন, ব্যবসায়ী সংগঠনগুলির পক্ষ থেকে বিভিন্ন বাজার এলাকাগুলিতে মাইক দিয়ে প্রচার চালাতে হবে। অনেকেই এখনও কোভিড বিধি মানছেন না বলেই পরিস্থিতির লাগাম টানা যাচ্ছে না বলে অভিমত ব্যক্ত করেন মহকুমা শাসক।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
৯ই জুলাই ২০২১