Type Here to Get Search Results !

শেখ হাসিনার পাঠানো আম পেয়ে আপ্লুত মমতা

আবু আলী ঢাকা, আরশিকথা ॥ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মৌসুমি ফল আম উপহার পাঠিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই আম পেয়ে আপ্লুত হয়েছেন মমতা। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লেখা একটি চিঠিতে তিনি এ কথা জানান। মমতা বন্দ্যোপাধ্যায় তার চিঠিতে শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে লিখেছেন, ‘আপনার পাঠানো আম পেয়ে আমার খুব ভালো লেগেছে। ওই আমের মধ্যে আপনার যে স্নেহ এবং বাংলাদেশের যে সৌরভ মিশে আছে তাকে আমি সম্মান জানাই। আমি সত্যিই আপ্লুত।’ এর আগে গত রবিবার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের জন্য আম পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আম পাঠানোর বিষয়ে কাস্টমসের কার্যক্রম সম্পন্ন করে সিঅ্যান্ডএফ এজেন্ট রবি এন্টারপ্রাইজ। রবিবার দুপরে বেনাপোল স্থলবন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ভারত ও বাংলাদেশের পেট্রাপোল ও বেনাপোল শুল্ক স্টেশনের জিরো পয়েন্টে ভারতের প্রতিনিধি মো. সামিউল কাদের প্রথম সচিব রাজনৈতিক উপহারের আম বোঝাই ট্রাকটি বুঝিয়ে দেওয়া হয়। ট্রাকটিতে হাড়িভাঙা জাতের দুই হাজার ৬০০ কেজি আম ছিল।
চিঠিতে মমতা বলেন, ‘গত ১০ বছরে অনেক কাজ আমরা করেছি। আগামী দিনেও আরও অনেক কাজ আমরা করবো। বাংলার মানুষ যে ভরসা আজ আমাদের ওপর রাখলেন, আমরা তার যোগ্য সম্মান দেবো। বাংলাকে সাফল্যের নতুন শিখরে পৌঁছে দেবো– এই আমাদের অঙ্গীকার।’ তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘দুই বাংলার মধ্যে ভৌগলিক সীমারেখা থাকলেও চিন্তা-চেতনা-মননে আমরা একে অপরের অত্যন্ত আপন। এই ভালোবাসার বন্ধন আগামীতে আরও সুদৃঢ হবে, এই বিষয়ে আমি নিশ্চিত।’ প্রধানমন্ত্রীর উদ্দেশে চিঠিতে মমতা ব্যানার্জি বলেন, ‘আপনাকে, রেহানাকে ও সমগ্র বাংলাদেশবাসীকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানালাম। আপনাদের শুভকামনাই হবে আমাদের চলার পথের পাথেয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।’


আরশিকথা বাংলাদেশ সংবাদ

৮ই জুলাই ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.