আসামের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা’র জন্য ৩০০ কেজি বাংলাদেশের রংপুরের বিখ্যাত হাড়িভাঙা আম উপহার পাঠিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বেলা ১২টার দিকে সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে এই আম পাঠান তিনি। একইসাথে মেঘালয় ও মিজোরামের মুখ্যমন্ত্রীকেও একই পরিমাণ আম উপহার দিয়েছেন প্রতিবেশি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তামাবিলে শেখ হাসিনার উপহারের আম গ্রহণ করেন আসামের গৌহাটিস্থ বাংলাদেশ হাইকমিশনের সহকারী হাইকমিশনার ড. তানভির মনসুর। এ সময় গোয়াইনঘাট ইউএনও তালিমুর রহমান, বন্দরের উপপরিচালক মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন। এ সময় স্থলবন্দরে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, কাস্টমস কর্মকর্তা, বিজিবি, পুলিশ ও ভারতের বিএসএফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বুধবার বিকেল ৪ টায় মেঘালয়ের মুখ্যমন্ত্রীর আম হস্তান্তর করেন সহকারী হাইকমিশনার ড. তানভির মনসুর। মেঘালয়ের মুখ্যমন্ত্রী দিল্লীতে অবস্থান করায় রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি এম এস রাওয়ের কাছে আম হস্তান্তর করেন। এছাড়া সন্ধ্যা ৮টায় আসামের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার আম হস্তান্তর করেন সহকারী হাইকমিশনার ড. তানভির মনসুর। আসামের প্রিন্সিপাল সেক্রেটারি সাধীর সিনহা মূখ্যমন্ত্রীর আম গ্রহণ করেন। সহকারী হাইকমিশনার ড. তানভির মনসুর বলেন, আসাম, মেঘালয় ও মিজোরামের মুখ্যমন্ত্রীদের কাছে উপহারের এই আম পৌঁছে দেবেন। এরই মধ্যে বুধবার মেঘালয় ও আসামের মুখ্যমন্ত্রী বরাবর এবং বৃহস্পতিবার মিজোরামের মুখ্যমন্ত্রীকে উপহারের সুমিষ্টি উপহারের আম পৌঁছে দেওয়া হবে। তিনি বলেন, ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্ব ও সুমিষ্ট সম্পর্ক রয়েছে। রংপুরের সুমিষ্ট হাড়িভাঙা আম উপহার উভয় দেশের সম্পর্ককে আরো সুমিষ্ট করবে বলে আশা করি। শুধু তিন রাজ্যের মুখ্যমন্ত্রী নন, প্রধানমন্ত্রীর এই উপহারের আম পাবেন আসামসহ তিন রাজ্যের সিনিয়র সাংবাদিকসহ বিভিন্ন পেশার বিশিষ্টজনেরাও। এজন্য তানভীর মনসুর ব্যক্তিগতভাবে বিশিষ্টজনদের কাছে আরো ৩০০ কিলোগ্রাম আম নিজে পৌঁছে দিবেন। অর্থাৎ তিন রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য ৯০০ কেজি এবং আলাদাভাবে আরো ৩০০ কেজি আম পাঠানো হয়েছে। প্রতি কাটনে ২০ কেজি করে মোট ১২০ কার্টন আম পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
আরশিকথা বাংলাদেশ সংবাদ
৭ই জুলাই ২০২১