Type Here to Get Search Results !

উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


শনিবার উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হল পুষ্কর সিং ধামিকে। রাজ্য বিজেপির বৈঠকে তরুণ নেতা ধামিকেই মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়। উল্লেখ্য,শুক্রবার রাতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে পদত্যাগপত্র জমা দেন তিরথ সিং। গত তিনদিন ধরেই তিনি দিল্লিতে ছিলেন। বৈঠক করছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্বদের সঙ্গে। তারপরই নিজেকে সরিয়ে নেন মুখ্যমন্ত্রীর পদ থেকে। প্রসঙ্গত, চার মাস আগেই তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। তাঁর পদত্যাগের পরেই প্রশ্ন উঠে গিয়েছিল, কে বসবেন রাজ্যের মসনদে। পুষ্কর সিং ধামি ছাড়া উঠে এসেছিল আরও কয়েকজনের নাম। শেষ পর্যন্ত পুষ্করকেই বেছে নিলেন বিজেপি নেতৃত্ব।গত ১০ মার্চ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন তিরথ সিং রাওয়াত। আগের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াতের বিরুদ্ধে একাধিক দুর্নীতি এবং স্বজনপোষণের অভিযোগ ওঠায় তাঁকে সরিয়ে দেয় বিজেপি। যদিও তিরথ নিজেও মুখ্যমন্ত্রীর কুরসিতে বসার পর একাধিক বিতর্কে জড়িয়েছেন। তাঁর একের পর এক বেফাঁস মন্তব্য দলকে অস্বস্তিতে ফেলেছে। তবে তাঁর কুরসি হারানোর সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছিল‌ অন্য কারণে। তিরথ সিং রাওয়াত উত্তরাখণ্ডের আইনসভার সদস্য নন। নিয়ম অনুযায়ী, আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে উপনির্বাচনে জিতে আসতে হবে রাওয়াতকে। সেক্ষেত্রে আগামী ৫ আগস্টের মধ্যে উপনির্বাচনের জন্য বিবৃতি জারি করতে হবে নির্বাচন কমিশনকে।


আরশিকথা দেশ-বিদেশ

৩রা জুলাই ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.