আইনি বেড়াজাল থেকে বাঁচতে মঙ্গলবার বিধানসভায় গিয়ে অধ্যক্ষ রেবতী মোহন দাসের হাতে পদত্যাগপত্র তুলে দিলেন বৃষকেতু দেববর্মা। সাথে ছিলেন তিপরা মথা'র চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেববর্মন। বৃষকেতু দীর্ঘ সময় সিমনা বিধানসভা কেন্দ্রের আইপিএফটি দলের বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। শেষে দলের প্রতি আস্থা হারিয়ে যোগ দেন তিপ্রা মথায়। উল্লেখ্য রাজনৈতিক মহলে গুঞ্জন গত এডিসি নির্বাচনের আগে থেকেই প্রদ্যুৎ -এর সাথে বৃষকেতু দেববর্মার গোপন বোঝাপড়া চলছিল। পরবর্তীতে বৃষকেতু দেববর্মা সামাজিক মাধ্যমে ব্যক্তিগত কারণ দেখিয়ে ইস্তফা পত্র জমা দেন অধ্যক্ষের কাছে। সেসময় অধ্যক্ষ রেবতী মোহন দাস বৃষকেতু দেববর্মার ইস্তফাপত্র গ্রহণ করেননি। কারণ সাংবিধানিক নিয়ম অনুযায়ী কোন বিধায়ক যদি পদত্যাগ করতে চান তাহলে তাঁকে সশরীরে ইস্তফাপত্র তুলে দিতে হবে বিধানসভার অধ্যক্ষের কাছে। পরবর্তী সময়ে গত ৮ জুলাই সদলবলে তিপরা মথায় যোগ দেন বৃষকেতু দেববর্মা। এতে আইনি বেড়াজালে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছিল বৃষকেতু দেববর্মার। তাই, শেষ পর্যন্ত মঙ্গলবার বিধানসভায় গিয়ে অধ্যক্ষের হাতে ইস্তফাপত্র জমা দিলেন বৃষকেতু দেববর্মা।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
১৩ই জুলাই ২০২১