করোনার দু’টি টিকা নেওয়া হয়ে গেলে বাস-ট্রেন-মেট্রোয় যথেচ্ছ যাতায়াতে বাধা কোথায়? প্রশ্ন করেছিল বম্বে হাই কোর্ট। এ বার তাদের পরামর্শ, দরকার পড়লে যাঁদের জোড়া টিকা নেওয়া হয়ে গিয়েছে, তাঁদের আলাদা ‘পাস’-এর ব্যবস্থা করুক সরকার। ওই পাস দেখিয়ে তাঁরা বাস-ট্রেন-মেট্রোয় উঠবেন। কারণ হাই কোর্টের যুক্তি, টিকা নেওয়ার পরও যদি ঘরেই বসে থাকতে হয়, তবে টিকা নিয়ে কী লাভ! বৃহস্পতিবার বম্বে হাই কোর্টের প্রধান বিচারপতি দীপঙ্কর দত্ত এই পরামর্শ দিয়েছেন মহারাষ্ট্র সরকারকে। দেশে করোনা আক্রান্ত রাজ্যগুলির মধ্যে সবার আগে মহারাষ্ট্রই। বাংলার মতো সেখানে ট্রেন বন্ধ না হলেও সরকারি চাকুরে এবং স্বাস্থ্যকর্মী ছাড়া আর কারও সরকারি যানে ওঠার অনুমতি নেই। সংক্রমণ কিছুটা কমলেও এ ব্যাপারে কড়াকড়ি কমেনি। এমনকি আইনজীবীরা আদালতে যাতায়াতের জন্য অনুরোধ করেও ট্রেনে ওঠার অনুমতি পাননি। বৃহস্পতিবার এ বিষয়েই একাধিক লিখিত হলফনামা এবং একটি জনস্বার্থ মামলার শুনানি ছিল বম্বে হাই কোর্টে। শুনানি চলাকালীন মহারাষ্ট্র সরকারকে ওই পরামর্শ দেয় আদালত।
আরশিকথা দেশ-বিদেশ
৫ই আগস্ট ২০২১