আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের আশীর্বাদ যাত্রা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


    কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পর ১৬ আগস্ট ৪ দিনের রাজ্য সফরে আসছেন প্রতিমা ভৌমিক। তার একাধিক কর্মসূচি রয়েছে এই চারদিন। রাজ্যের বিভিন্ন জেলায় যাবেন তিনি এবং কার্যকর্তাদের সঙ্গে মিলিত হবেন। মন্ত্রী এই সফরে নাম দেওয়া হয় আশীর্বাদ যাত্রা। ১৬ তারিখ রাজ্যে প্রথমে তিনি যাবেন রাজধানীর প্রগতিরোডস্থিত মেহের কালীবাড়িতে। সেদিন ৫০ জন বরিষ্ঠ দলীয় কার্যকর্তার সঙ্গে বৈঠক করবেন তিনি। অর্জুন পুরস্কারপ্রাপ্ত দীপা কর্মকার ও পদ্মশ্রী সত্য রাম রিয়াংয়ের সঙ্গে মিলিত হবেন প্রতিমা ভৌমিক। বিভিন্ন জায়গায় হবে রোড শো। প্রধানমন্ত্রী অন্ন যোজনায় খাদ্যও বিতরণ করবেন।


    শুক্রবার প্রদেশ বিজেপির কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে আশীর্বাদ যাত্রার কর্মসূচি তুলে ধরেন প্রদেশ সভাপতি ডা: মানিক সাহা। সঙ্গে ছিলেন মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী। তারা জানান ১৭ আগস্ট প্রতিমা ভৌমিক নাগরিক সংবর্ধনায় বিশেষ করে কল্যাণপুরে গ্রামীণ নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন। ১৮ তারিখ ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেবেন। সেই সঙ্গে সেদিনই বরিষ্ঠ কার্যকর্তাদের সঙ্গে উদয়পুরে মিলিত হবেন। তাছাড়া মনুতে নাগরিক মিলন সভায় অংশ নেবেন। ১৯ আগস্ট প্রতিমা ভৌমিক কসবায় কসবেশ্বরী মন্দির পরিদর্শনে যাবেন ও পূজা দেবেন।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবিঃ  সুমিত কুমার সিংহ

    ১৩ই আগস্ট ২০২১


     

    3/related/default