Type Here to Get Search Results !

মুখ্যমন্ত্রী বদলের কোনো অবকাশ নেই : দলীয় সভাপতি, ত্রিপুরা

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


শুক্রবার দিল্লি থেকে রাজ্যে ফিরেই প্রদেশ বিজেপির সভাপতি ডা: মানিক সাহা স্পষ্টভাবে জানিয়ে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী বদলের কোনো অবকাশ নেই। শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডা: সাহা বলেন, দিল্লিতে সাংগঠনিক বিষয়ে ও রাজ্য সরকারের কাজকর্ম নিয়ে আলোচনা হয়েছে। মন্ত্রিসভা সম্প্রসারণের কথা হয়নি বলে জানান তিনি।

তাই প্রদেশ সভাপতি আপাতত সমস্ত জল্পনা কল্পনার মধ্যে জল ঢেলে দিলেন বলে বলা যেতে পারে। এদিকে এদিনই রাজ্যে আসেন যুব মোর্চার সর্বভারতীয় সাধারণ সম্পাদক তেজিন্দের পাল সিং। তিনি বিবেকানন্দ বিচার মঞ্চের অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন। তাকে এমবিবি বিমানবন্দরে স্বাগত জানান যুব মোর্চার রাজ্য সভাপতি নবাদল বণিকসহ অন্যান্য নেতৃত্বরা।


আরশিকথা ত্রিপুরা সংবাদ


ছবিঃ সুমিত কুমার সিংহ

১৩ই আগস্ট ২০২১