সিএনজি এবং পাইপলাইনে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোচ্চার হয়েছে এস ইউ সি আই সি। বুধবার দলের রাজ্য কার্যালয়ের সামনে প্লেকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখান দলীয় নেতা-কর্মীরা। তাদের দাবি অবিলম্বে যেন গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার করা হয়। এমনতেই করোনা পরিস্থিতিতে আর্থিক সংকটে মানুষ। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। দাম নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ নেই। তার উপর গ্যাসের দাম বাড়িয়ে সরকার সাধারণ মানুষের উপর অতিরিক্ত বোঝা চাপাচ্ছে।
তাই মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি বলে জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
৪ঠা আগস্ট ২০২১