শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে যেভাবে ছাত্র-ছাত্রীদের রক্তাক্ত হতে হয়েছে তার প্রতিবাদ জানিয়েছে এস এফ আই এবং টি এস ইউ। এই দুই সংগঠনের পক্ষ থেকে মঙ্গলবারের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শিক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর সমালোচনা করা হয়।
বুধবার এসএফআই এবং টি এস ইউ-এর পক্ষ থেকে এক প্রতিনিধিদল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির কাছে ডেপুটেশন দেয়। তাদের দাবি, পর্ষদ যেন ছাত্র-ছাত্রীদের কথা শুনে। তাদের সঙ্গে আলোচনায় বসে। সমস্যা সমাধানের একটা রাস্তা বের করে। যেন কোনো ছাত্রছাত্রী মনে না করে যে তারা বঞ্চিত। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন এসএফআইয়ের রাজ্য সম্পাদক সন্দীপন দে।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
৪ঠা আগস্ট ২০২১