করোনা পরিস্থিতিতে বিশেষ করে দুস্থ ছাত্র-ছাত্রীদের স্বার্থে বিভিন্ন দাবিতে সোচ্চার হয়েছে বাঙালি ছাত্র যুব সমাজ। মোট ৮ দফা দাবিতে শুক্রবার এরা শিক্ষা অধিকার্তার কাছে ডেপুটেশন দেয় শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে। তাদের উল্লেখযোগ্য দাবির মধ্যে রয়েছে যেহেতু করোনা পরিস্থিতির দরুণ মানুষের মধ্যে আর্থিক সংকট চলছে তাই দুস্থ ছাত্র-ছাত্রীদের পরবর্তী ক্লাসে ভর্তি হওয়ার ক্ষেত্রে ফি মুকুব করা, দুস্থ শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী প্রদান, শিক্ষার্থীদের ইচ্ছা অনুযায়ী বিজ্ঞান বিভাগে পড়ার সুযোগ করে দেওয়া, মিড-ডে-মিল কেলেঙ্কারি যেন বন্ধ হয় তার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা প্রভৃতি।
শিক্ষা দপ্তর দাবি পূরণে উপযুক্ত পদক্ষেপ না নিলে বাঙালি ছাত্র যুব সমাজ আন্দোলন আরও তীব্রতর করবে বলে জানিয়ে দেয়।আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
২০শে আগস্ট ২০২১