প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর জন্ম জয়ন্তী পালন করলো প্রদেশ কংগ্রেস। এবছর ভারতরত্ন রাজীব গান্ধীর ৭৭তম জন্মজয়ন্তী পালন করা হয়। মূল অনুষ্ঠান হয় কংগ্রেস ভবনের সামনে।
উপস্থিত ছিলেন পিসিসি সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস, প্রাক্তন বিধায়ক গোপাল চন্দ্র রায়সহ অন্যান্য কার্যকর্তারা।
জাতীয় পতাকা, দলীয় পতাকাসহ অন্যান্য শাখা সংগঠনগুলির পতাকা উত্তোলন করা হয়। উপস্থিত সবাই রাজীব গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান।প্রসঙ্গত ১৯৪৪ সালের ২৩ আগস্ট জন্মগ্রহণ করেছিলেন রাজীব গান্ধী।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
২০শে আগস্ট ২০২১