ভারত সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রণালয়ের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে গ্রামীণ মহিলা স্বসহায়ক দলগুলির সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভার্চুয়াল বার্তালাপ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন, গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে পানিসাগর পঞ্চায়েত সমিতির সভা কক্ষে এই বার্তালাপ সরাসরি সম্প্রচারের আয়োজন করা হয়। দীনদয়াল অন্তোদয় যোজনায় জাতীয় গ্রামীণ জীবিকা মিশন এর অন্তর্গত গ্রামীণ মহিলা স্বসহায়ক দলগুলির সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পানিসাগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান লক্ষীকান্ত দাস, পানিসাগর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক হোমাগ্নি ভট্টাচার্য্য, পানিসাগর পঞ্চায়েত সম্প্রসারণ আধিকারিক গোবিন্দ সরকার প্রমুখ।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
১২ই আগস্ট ২০২১