বেঙ্গালুরুতে ৬ দিনে ৩০০-র বেশি কমবয়সি করোনায় আক্রান্ত হয়েছে। এই ঘটনায় জোরাল হচ্ছে তৃতীয় ঢেউয়ে শিশুদের আক্রান্ত হওয়ার আশঙ্কা। ৬ দিনে আক্রান্ত কমবয়সিদের মধ্যে ০-৯ বছর বয়সিদের সংখ্যা ১২৭। পাশাপাশি ১০-১৯ বছর বয়সিদের সংখ্যা ১৭৪। সব মিলিয়ে আক্রান্ত ৩০১ জন। একসঙ্গে এতজন কমবয়সিদের আক্রান্ত হওয়ার ঘটনা কর্ণাটকে এই প্রথম ঘটল। ১০-১৫ আগস্টের এই পরিসংখ্যান রীতিমতো ভয় ধরাচ্ছে। স্বাভাবিক ভাবেই নড়েচড়ে বসেছে প্রশাসন। একসঙ্গে একজন শিশুর আক্রান্ত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে স্বাস্থ্য দপ্তর সতর্কতা জারি করে জানিয়েছে, সাবধান না হলে পরিস্থিতি দ্রুত খারাপ হতে পারে।করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়লে শিশুরা বেশি আক্রান্ত হবে, এমন কথা শোনা গিয়েছে গত কয়েক মাসে। এদিকে সেপ্টেম্বর থেকেই শিশুদের টিকাকরণ শুরু হতে পারে এমন সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে বেঙ্গালুরুর ঘটনায় ‘সিঁদুরে মেঘ’ দেখছেন বিশেষজ্ঞরা।কোনও কোনও বিশেষজ্ঞের মতে, যেহেতু এখনও শিশুদের মধ্যে এখনও করোনা টিকাকরণ শুরু হয়নি তাই তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এইমস থেকে হু জানিয়ে দিয়েছে, শিশুদের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে তা করোনাকে রুখে দেওয়ার পক্ষে যথেষ্ট। সুতরাং শিশুদের শরীরে সেভাবে সংক্রমণ ছড়াতে পারবে না করোনা ভাইরাস।
আরশিকথা দেশ-বিদেশ
১২ই আগস্ট ২০২১