আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    অবশেষে আফগানিস্তানের ‘পলাতক’ প্রেসিডেন্ট আশ্রয় পেলেন আরব আমিরশাহীতে

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


    শেষ পর্যন্ত ঘানি আশ্রয় নিলেন সংযুক্ত আরব আমিরশাহীতে। বুধবার আমিরশাহীর তরফে এই খবররের সত্যতা সম্পর্কে সিলমোহর দেওয়া হয়েছে। তবে তিনি সেদেশের কোন শহরে রয়েছেন তা জানানো হয়নি। যদিও কোনও কোনও সংবাদমাধ্যমের দাবি, তিনি রাজধানী আবু ধাবিতে রয়েছেন। এক বিবৃতিতে আমিরশাহীর প্রশাসন জানিয়েছে, আশরফ ঘানি ও তাঁর পরিবারকে মানবিকতার খাতিরে আশ্রয় দিতে রাজি হয়েছে তারা। তাঁকে স্বাগত জানানো হয়েছে আমিরশাহীতে। রবিবার দেশ ছাড়ার সময় ঘানি জানিয়ে দিয়েছিলেন, তিনি রক্তপাত চান না। তাই দেশ ছাড়ছেন। তাঁর সঙ্গে রয়েছেন আফগানিস্তানের প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামিদুল্লা মোহিব। এদিকে তাজিকিস্তানে অবস্থিত আফগান দূতাবাস ঘানির গ্রেপ্তারি চেয়ে ইন্টারপোলের দ্বারস্থ হয়েছে। দেশের ধনসম্পদ লুঠ করে পালানোর অভিযোগ রয়েছে প্রৌঢ় আফগান প্রেসিডেন্টের বিরুদ্ধে। ইতিমধ্যেই ওই দূতাবাসের দেওয়াল থেকে ঘানির ছবি সরিয়ে সেই জায়গায় আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লা সালেহ-র ছবি লাগানো হয়েছে।


    আরশিকথা দেশ-বিদেশ সংবাদ

    ১৮ই আগস্ট ২০২১
     

    3/related/default