দাবি আদায়ের লক্ষ্যে এবার পথে নামলেন বামপন্থী আইনজীবীরা। মোট ১৮ দফা দাবি নিয়ে শনিবার রাজধানীর সিটি সেন্টারের সামনে গণঅবস্থানের বসে সারা ভারত আইনজীবী ইউনিয়ন। তাদের অভিযোগ, রাজ্যে গণতন্ত্র বিপন্ন এবং আইনের শাসন নেই।
তাই গণতন্ত্র পুনরুদ্ধার ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। বেকারদের চাকরি ব্যবস্থা করতে হবে। বিরোধীদের ওপর হামলা, সন্ত্রাস বন্ধ করতে হবে। বিভিন্ন কর্মসূচি পালন করতে দিতে হবে এবং নিরাপত্তা প্রদান করতে হবে। পুলিশকে ন্যায্য ভূমিকা পালন করতে হবে। আইনজীবী ইউনিয়নের নেতৃত্ব রাজ্যের বর্তমান পরিস্থিতি জন্য সরকারের তীব্র সমালোচনা করেন। দাবি জানান সরকার যেন তাদের দেওয়া ভিশন ডকুমেন্টের প্রতিশ্রুতিগুলো পূরণ করে।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
২১শে আগস্ট ২০২১