নির্বাচনের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল ঘরে ঘরে কর্মসংস্থানের ব্যবস্থা করবে। বেকারদের চাকরি দেবে। বছরে ৫০ হাজার চাকরি হবে। কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ করেনি বিজেপি জোট সরকার।
এই অভিযোগ তুলে ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে ডিওয়াইএফআই এবং টি ওয়াই এফ। এরা স্লোগান তুলে 'হোয়ার ইজ মাই জব?' শনিবার এই স্লোগান তুলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে বাম যুবারা। এই কর্মসূচিতে নেতৃত্বে ছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক নবারুণ দেব।তিনি বলেন, ক্ষমতায় আসার আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল বছরে ৫০ হাজার চাকরি হবে। কিন্তু তা হয়নি। আর্থিক সংকট মানুষের মধ্যে চরম আকার নিয়েছে। তাই চাকরি কোথায় ? এই প্রশ্ন তুলে ডিওআইএফআই এবং টি ওয়াই এফ রাজ্যব্যাপী আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারই অঙ্গ হিসেবে এদিন আগরতলায় বিক্ষোভ মিছিল হয়। বেকারদের স্বার্থে তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান তিনি।আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
২১শে আগস্ট ২০২১