হঠাৎ প্রদেশ কংগ্রেস সভাপতির পদ ছাড়লেন পীযুষ কান্তি বিশ্বাস। তিনি রাজনীতিও ছেড়ে দিতে চান। ফিরে যাবেন তার আইনজীবীর পেশায়। শনিবার গোটা দিনটা এনিয়ে চলে রাজনৈতিক মহলে গুঞ্জন। কেউ বলছেন পীযুষ বাবু তৃণমূলে যোগ দেবেন, কেউ আবার বলছেন কংগ্রেসে তিনি যথেষ্ট চাপে আছেন। সভাপতির পদ হয়তো থাকবে না, এই ভেবে আগে থেকে সরে গিয়েছেন। কিন্তু যে যাই বলুক পীযুষ বাবু কিন্তু এখনও মুখ খুলছেন না।
তিনি বলেন, ব্যক্তিগত কারণেই পিসিসি সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন। দীর্ঘ ১৭-১৮ মাস সভাপতির দায়িত্ব দেওয়ায় সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। যে সমস্ত দলীয় নেতাকর্মীরা তাকে সহযোগিতা করেছেন তাদেরও ধন্যবাদ জানান। তৃণমূলে যোগ দেওয়ার ব্যাপারে সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে তিনি সরাসরি নাকচ করে দেন। বলেন, রাজনীতি আর করবেন না। নিজের আইনি পেশা নিয়েই থাকবেন। তিনি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন বললেও রাজনৈতিক মহল কিন্তু তা মানতে নারাজ। সম্প্রতি তিনি সাংবাদিক সম্মেলন করা থেকে দলীয় কর্মসূচি, সবকিছুতেই ছিলেন তৎপর। তারপর কি এমন হল যে হঠাৎই সভাপতির পদ এমনকি রাজনীতিই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন? তা নিয়ে কিন্তু জল্পনা চলছেই।আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
২১শে আগস্ট ২০২১