আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    মাকে ........রবীন্দ্র চক্রবর্তী, আটলান্টা

    আরশি কথা


     মাকে ........


    চলে গেছ বহু দূরে তুমি,

    তবু কানে শুনি তব স্বর,

    সব কিছু সেরকমই আছে 

    তোমার আশীষ ঘেরা ঘর! 


    স্বপনের পথে যেতে যেতে 

    কভূ দেখা পাই অকস্মাৎ,

    চকিতে সূর্য যেন ওঠে 

    মুছে দিয়ে অন্ধকার রাত! 


    যেথা আছো থেকো তুমি ভালো,

    প্রাণ ভরে নিও শ্বাস বায়ু,

    রবে তুমি চিরকাল জানি 

    প্রেরণার শেষ পরমায়ু!


    - রবীন্দ্র চক্রবর্তী, আটলান্টা


    ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

    ২২শে আগস্ট ২০২১ 

    3/related/default