টোকিও অলিম্পিকে জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতলেন ভারতের নীরজ চোপড়া । গড়লেন একাধিক ইতিহাস। নীরজের হাত ধরেই অলিম্পিকের ইতিহাসে অ্যাথলেটিক্সে প্রথম সোনা তথা প্রথম পদক জিতল ভারত। শুধু তাই নয়, অভিনব বিন্দ্রার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতলেন নীরজ। এর আগে ১৩ বছর আগে বেজিং অলিম্পিকে স্বর্ণপদক জিতেছিলেন অভিনব। জ্যাভলিন কোয়ালিফিকেশনে অবিশ্বাস্য ভাবে প্রথম থ্রোয়েই ফাইনালে উঠে গিয়েছিলেন। এক নম্বরে থেকে। ৮৬.৫৯ মিটার দূরত্ব পার করেছিলেন নীরজ। আর এদিন প্রথম থ্রোয়েই ৮৭.০৯ মিটার দূরত্ব পার করেন ভারতীয় এই অ্যাথলিট। দ্বিতীয় থ্রোয়ে মারেন ৮৭.৫৮ মিটার। তৃতীয় থ্রোয়ে মারেন ৭৬.৭৯। কিন্তু দ্বিতীয় থ্রোতেই একবারে এক নম্বর আসনে পৌঁছে যান নীরজ। এরপর চতুর্থ এবং পঞ্চমবার ফাউল থ্রো করেন তিনি। ষষ্ঠ থ্রোয়ে মারেন ৮৪.২৪ মিটার।এদিন নীরজ জ্যাভলিনে সোনা জিতে রেকর্ড গড়লেন। সেই সঙ্গে অলিম্পিকে সপ্তম পদক এনে দিলেন ভারতকে। আর এর ফলে অলিম্পিকে পদক জয়ের সংখ্যার ক্ষেত্রে লন্ডন অলিম্পিককেও টপকে গিয়ে সর্বকালের সেরা পারফরম্যান্সও করল ভারত।
আরশিকথা দেশ-বিদেশ
৭ই আগস্ট ২০২১