Type Here to Get Search Results !

‘ব্যর্থ রাষ্ট্র’ পাকিস্তান,রাষ্ট্রপুঞ্জে বলল ভারত

নিজস্ব প্রতিনিধি, আরশিকথাঃ


রাষ্ট্রপুঞ্জের মঞ্চে পাকিস্তানকে তুলোধোনা ভারতের। পাশাপাশি আফগানিস্তান পরিস্থিতির প্রেক্ষিতে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)কে ভারতের কটাক্ষ, ভারতের অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে কথা বলার নৈতিক অধিকারই নেই ওআইসি-র। সম্প্রতি জেনেভায় বসেছিল রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদের ৪৮তম অধিবেশন। সেই সভায় পাকিস্তানকে তীব্র কটাক্ষে বিঁধেছেন ভারতের প্রতিনিধি। প্রতিবেশী রাষ্ট্রকে ‘ব্যর্থ রাষ্ট্র’ বলে তোপ দেগে ভারতের প্রতিনিধি স্পষ্ট জানিয়েছেন, ‘রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদের দেওয়া মঞ্চের অপব্যবহার করে ধারাবাহিক ভাবে ভারতের বিরুদ্ধে মিথ্যে এবং দূষিত প্রচার চালিয়ে যাচ্ছে পাকিস্তান। গোলমালের সূত্রপাত রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার শাখার প্রধান মিশেল ব্যাশেলেটের একটি মন্তব্যের প্রেক্ষিতে। ইউএপিএ-সহ ভারতের একাধিক কড়া আইনের কথা উল্লেখ করে তিনি ভারতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করেছিলেন। তারই উত্তর দিতে গিয়ে, পাকিস্তান এবং মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসি-কে টেনে আনেন ভারতের প্রতিনিধি।


আরশিকথা দেশ-বিদেশ


তথ্যসূত্রঃ ইন্টারনেট

১৫ই সেপ্টেম্বর ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.