তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের সাংসদ শান্তনু সেন স্পষ্ট জানিয়ে দিলেন ২২ সেপ্টেম্বর আগরতলায় পদযাত্রার জন্য পুলিশ প্রশাসন থেকে অনুমোদন না দেওয়া হলেও দল রাস্তায় নামবে। হাজার হাজার কর্মী সমর্থকরা ঐদিন রাজপথে নামবেন। তবে কোভিড বিধি মেনেই এবং শান্তিপূর্ণভাবে পদযাত্রা করা হবে। যদি পুলিশ বাধা দেয় কিংবা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তার জন্য প্রশাসন দায়ী থাকবে বলে দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়। রবিবার সাংসদ শ্রী সেন বলেন, আবেদন করার ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে প্রশাসনের পক্ষ থেকে নির্ধারিত কর্মসূচী পালন করা যাবে কি যাবে না তা জানিয়ে দেওয়া হয়। কিন্তু এখন পর্যন্ত ২২ তারিখ কর্মসূচির ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তাই অনুমোদন দিক বা না দিক ২২ সেপ্টেম্বর তৃণমূল রাস্তায় নামবেই। রাজ্যে আইন-শৃঙ্খলাজনিত পরিস্থিতির অবনতির অভিযোগ এনে তিনি রাজ্য সরকারকে বিঁধেন।সম্প্রতি সোনামুড়া থানার লকআপে জামাল হোসেন এর মৃত্যুর ঘটনায় উচ্চ আদালতের বিচারপতিকে দিয়ে তদন্ত করানো এবং নিহতের পরিবারকে ১০ লক্ষ টাকার ক্ষতিপূরণ প্রদানের দাবি করেন স্থানীয় তৃণমূল নেতা সুবল ভৌমিক।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
১৯শে সেপ্টেম্বর ২০২১