দেশের মহানগরীগুলোর মধ্যে বসবাসের জন্য সবচেয়ে নিরাপদ শহর কলকাতাই। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (NCRB) প্রকাশিত ২০২০ সালের রিপোর্ট বলছে, প্রবীণদের জন্য সর্বাধিক সুরক্ষিত শহর এই কলকাতাই। অন্যদিকে সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভোগেন রাজধানী দিল্লির মহিলারা। NCRB-র তরফে ২০২০ সালের যে ডেটা প্রকাশ করা হয়েছে,তাতে বলা হচ্ছে কলকাতায় অপরাধের মাত্রা সবচেয়ে কম। এ শহরে অপরাধের হার ১২৯.৫। তালিকায় এর পরই রয়েছে হায়দরাবাদ, মুম্বই এবং বেঙ্গালুরু। যদিও সেখানে অপরাধের হার কলকাতার তুলনায় অনেকটাই বেশি। তবে দেশের অন্যান্য মহানগরীর নিরিখে কম। তিনটি শহরে অপরাধের মাত্রা যথাক্রমে ২৩৩, ৩১৮.৬ এবং ৪০১.৯। যেখানে গোটা দেশে অপরাধের হার ৮১০.৩। ২০ লক্ষের বেশি জনবসতি যুক্ত মোট ১৯টি শহরের রিপোর্ট তৈরি করেছে NCRB। আর সেখানেই বলা হয়েছে, ভারতীয় দণ্ডবিধির আওতা ভুক্ত অপরাধের পাশাপাশি রাজ্যের আইনভুক্ত অপরাধের পরিমাণও কলকাতায় সর্বনিম্ন। প্রবীণদের জন্যও সবচেয়ে নিরাপদ এই শহর। তবে এটাই প্রথম নয়, এই নিয়ে তৃতীয়বার সবচেয়ে নিরাপদ শহরের তকমা পেল কলকাতা।
আরশিকথা দেশ-বিদেশ
১৯শে সেপ্টেম্বর ২০২১