Type Here to Get Search Results !

অবশেষে চারধাম যাত্রার অনুমতি দিল উত্তরাখণ্ড হাইকোর্ট

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ



অবশেষে চলতি বছরে চারধাম যাত্রার অনুমতি দিল উত্তরাখণ্ড হাই কোর্ট। বৃহস্পতিবার আদালত জানিয়ে দিল, এবার থেকে পুণ্যার্থীরা চারধাম যাত্রা করতে পারবেন। তবে তার জন্য তাঁদের একাধিক বিধিনিষেধ মানতে হবে। শুধু তাই নয়, প্রত্যেক ধামে পুণ্যার্থীদের সংখ্যাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। উত্তরাখণ্ড হাই কোর্টের প্রধান বিচারপতি আরএস চৌহান এবং বিচারপতি অলোক কুমার বর্মার বেঞ্চকে উত্তরাখণ্ড সরকার জানিয়েছে, কেদারনাথে ৮০০, বদ্রীনাথে ১০০০, গঙ্গোত্রীতে ৬০০ ও যমুনোত্রীতে ৪০০ পুণ্যার্থীকে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। অর্থাৎ এক মরসুমে মোট ২৮০০ পুণ্যার্থীকে চারধামে যাওয়ার অনুমতি দেওয়া হবে। আর একবারে কেবল তিনজনই গর্ভগৃহে প্রবেশের অনুমতি দেওয়া হবে। এছাড়া প্রত্যেকটি জায়গায় বেশি পরিমাণে পুলিশ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। যাতে কোনওভাবেই চারধামে করোনাবিধি ভঙ্গ না হয়। শুধু তাই নয়, পুণ্যার্থীদের দু’টি টিকা নেওয়ার পাশপাশি কোভিড নেগেটিভ রিপোর্টও নিয়ে যাওয়া বাধ্যতামূলক বলেই জানিয়েছে আদালত।


আরশিকথা দেশ-বিদেশ


তথ্যসূত্রঃ ইন্টারনেট

১৬ই সেপ্টেম্বর ২০২১

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.