Type Here to Get Search Results !

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা নরেন্দ্র মোদি, মার্কিন সমীক্ষা

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা নরেন্দ্র মোদি। ৭০ শতাংশ সমর্থন নিয়ে মোদি পিছনে ফেলেছেন জো বাইডেন, অ‌্যাঞ্জেলা মর্কেল, বরিস জনসন, জায়ের বলসোনারো, ম‌্যাক্রোর মতো রাষ্ট্রনেতাদের। সমীক্ষাটি চালিয়েছে মার্কিন সংস্থা ‘মর্নিং কলসাল্ট’। কয়েকশো কোটি ডলারের এই সংস্থাটি তথ‌্য বিশ্লেষণের কাজ করে। প্রতি সপ্তাহে এরা বিশ্বের ১৩টি দেশের রাষ্ট্রপ্রধানদের জনপ্রিয়তাও পরিমাপ করে। শনিবার তারা তাদের সমীক্ষার যে ফল প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে, এই সপ্তাহে জনপ্রিয়তার নিরিখে বিশ্বে এক নম্বর ভারতের প্রধানমন্ত্রী। এই সমীক্ষায় ৭০ শতাংশ সমর্থন পাওয়া মানে ধরে নেওয়া হয়, বিশ্বব‌্যাপী ৭০ শতাংশ মানুষ মোদির সরকারের নীতিগুলোকে সমর্থন করছে। সমীক্ষক সংস্থার পক্ষে জানানো হয়েছে, প‌্যারালিম্পিকে ভারতীয় ক্রীড়াবিদদের সাফল‌্য এবং এই সাফল্যের পাশে যেভাবে মোদি সরকার দাঁড়াচ্ছে, তা হঠাৎই ভারতের প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বাড়িয়ে দিয়েছে।


আরশিকথা দেশ-বিদেশ

৫ই সেপ্টেম্বর ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.