Type Here to Get Search Results !

" আরশিকথা গ্লোবাল ফোরাম " এর নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,আরশিকথাঃ


দেশ-বিদেশের বহুমাত্রিক সংবাদ মাধ্যম " আরশিকথা " এর ৬ তম জন্মদিনকে কেন্দ্র করে নানা কর্মসূচীর বাস্তবায়ন করা হয়েছে। ২৮ আগস্ট পাঁচ বছর পূর্তি তথা ৬ তম জন্মদিন পালনের পরপরই আরশিকথা'র শাখা সংগঠন " আরশিকথা গ্লোবাল ফোরাম " এর পুরনো কমিটির মেয়াদ শেষে রাজধানীর অভিজাত হোটেল রয়েল গেস্ট হাইজে এক বিশেষ সভার মধ্য দিয়ে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়।

উপস্থিত ছিলেন ফোরাম কমিটির সকল সদস্যরা।এদিন আরশিকথা পরিবারের প্রতিষ্ঠাতা সম্পাদক তথা পরিচালক শান্তনু শর্মার পরিচালনায় এই সভায় নতুন কমিটির পদাধিকারী সহ অন্যান্য সদস্যদের নাম ঘোষণা করা হয়। পাশাপাশি আগামীদিনের যাবতীয় কর্মসূচী নিয়েও আলোচনা হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী দুই বছর রাজ্য,বহিরাজ্য সহ দেশ-বিদেশের নানা স্থানে আরশিকথা'র কর্মকাণ্ড সহ শাখাসংগঠন বিস্তার লাভ করার বিষয়ে নতুন কমিটির উপর দায়িত্বভার অর্পণ করা হয়। প্রসঙ্গত, আরশিকথা'র সঙ্গে যুক্ত দেশ-বিদেশের সম্মানিত লেখক,কবি, গল্পকার, নাট্য ব্যক্তিত্ব, প্রতিবেদক সহ বিশিষ্টজনেদের সম্মিলিত প্রয়াসেই " আরশিকথা গ্লোবাল ফোরাম " এর সৃষ্টি হয়েছে। যা নির্দিষ্ট রীতিনীতিতে আগামীদিনে মূল আরশিকথা'র শাখা সংগঠন হিসেবে কাজ করবে। 

নিম্নে নতুন কমিটির সকল সদস্যদের নাম ও পদ উল্লেখ করা হলো।



@ আরশিকথা গ্লোবাল ফোরাম


# পদাধিকারী :

পরিচালক : টিঙ্কু রঞ্জন দাস

সহ-পরিচালক : সুস্মিতা ধর


যুগ্ম সম্পাদক : শ্যামল কান্তি দে

                         শান্তনু শর্মা


কোষাধ্যক্ষ : মৌসুমী কর


মুখপাত্র : রতন আচার্য

               সসীম আচার্য



পরিচালন কমিটি সদস্য : চন্দ্রা মজুমদার, মৃণাল কান্তি পন্ডিত, সুজাতা সোম


অফিস ব্যবস্থাপক : সুস্মিতা দেবনাথ


সাধারণ সদস্য : চয়ন সাহা, রাহুল শীল


এই সংগঠনটি মূল আরশিকথার শাখা সংগঠন হিসেবে আগামী দুই বছর নানা পদক্ষেপে আরশিকথাকে গোটা বিশ্বে আরও এগিয়ে নিয়ে যাবে এবং মূল উদ্দেশ্যে এক প্রাণ হয়ে আরশিকথার গর্ব অটুট রাখবে। এছাড়া সংবাদ বিভাগ ব্যতিত সাহিত্য-সংস্কৃতি, তথ্য ও বিনোদনের বাকি বিভাগগুলোতে বিভাগীয় সম্পাদক ও সহকারী সম্পাদক সহ পরিচালন কমিটিও নির্ধারিত হয়।



@সাহিত্য বিভাগ 


# স্থায়ী উপদেষ্টা:

ডঃ আশীষ কুমার বৈদ্য

ডঃ দেবব্রত দেবরায়


সম্পাদক: মৌসুমী কর

সহকারী সম্পাদক: রতন আচার্য


পরিচালন কমিটির সদস্য : চন্দ্রা মজুমদার, মৃণাল কান্তি পন্ডিত, সুস্মিতা দেবনাথ, রাহুল শীল


# অতিথি উপদেষ্টা:


শ্রী সুবিমল রায়, বিশিষ্ট সাহিত্যিক

শ্রী কল্যাণ গুপ্ত, বিশিষ্ট কবি

শ্রী অমিত ভৌমিক, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব


# সাধারণ সদস্য: আগামীতে যুক্ত হবেন 



@ সংস্কৃতি ও বিনোদন বিভাগ 


সম্পাদক: শ্যামল কান্তি দে


যুগ্ম সহকারী সম্পাদক: 

সসীম আচার্য

মৃণাল কান্তি পন্ডিত


পরিচালন কমিটির সদস্য : 

সুজাতা সোম

কবরী রায়

বাবলি নাগ মৈত্র

চয়ন সাহা



সাধারণ সদস্য: আগামীতে যুক্ত হবেন


এছাড়া এই বিভাগের সঙ্গে যুক্ত একটি সঙ্গীত বিভাগ রাখা হয়েছে। যার পরিচালনায় থাকবে আরশিকথার প্রতিষ্ঠাতা সম্পাদক শান্তনু শর্মা


@সঙ্গীত বিভাগ পরিচালন কমিটির সদস্য : 

সুজাতা সোম

কবরী রায়

           

উপদেষ্টা: 

স্বর্ণিমা রায় 

গীতশ্রী ভৌমিক



এছাড়া বিনোদন বিভাগের অঙ্গ হিসেবে অন্য বিশেষ কিছু বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রধানগণ হচ্ছেন: 


@ ভ্রমণ এবং মুন্সিয়ানা কিচেন:

চন্দ্রা মজুমদার



@ ক্যারিয়ার, মোটিভেশন ও জ্যোতিষ:

মৃণাল কান্তি পন্ডিত



@ ফটো গ্যালারী ও অনলাইন কালচারাল অনুষ্ঠান:

চয়ন সাহা 

রাহুল শীল


# স্থায়ী উপদেষ্টা: শান্তনু শর্মা



@  ফোরাম পরিচালকদ্বয় টিঙ্কু রঞ্জন দাস এবং সুস্মিতা ধর নিম্নোক্ত বিষয়গুলোর দায়িত্বভার বহন করবেনঃ


# স্বাস্থ্য বিভাগ

# শিশু বিভাগ

# প্রকাশনা বিভাগ

# যোগাযোগ 

# প্রচার

# বিশেষ প্রতিবেদন

( সামাজিক ও সচেতনতা মূলক)


# এই বিষয়ে প্রয়োজনীয় সহোযোগী হিসেবে থাকবেন শান্তনু শর্মা ।

আগামী দুই বছর নতুন উদ্যমে আরশিকথার গর্ব অক্ষুন্ন রেখে এক প্রাণ এক লক্ষ্যে "আরশিকথা গ্লোবাল ফোরাম" গোটা বিশ্বে ইতিহাস রচনা করবে বলে বিশ্বাস রয়েছে।পরিশেষে আরশিকথা পরিবারের প্রতিষ্ঠাতা সম্পাদক তথা প্রধান পরিচালক শান্তনু শর্মা সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।


আরশিকথা হাইলাইটস

৬ই সেপ্টেম্বর ২০২১

 



 

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. "আরশি কথা গ্লোবাল ফোরাম" -এর সকল গুণীজন তথা শুভানুধ্যায়ীদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

    উত্তরমুছুন