আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    পিঁপড়ের হানা! উড়ল না এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


    সব প্রস্তুত। এখন কেবল বিমানবন্দরের রানওয়ে চিরে আকাশে ওড়ার পালা এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমানের। আচমকাই বিমানের পেটে বেজায় হট্টগোল। বিজনেস ক্লাসে হানা দিয়েছে পিঁপড়ের দল। সোমবার তা নিয়েই হুলস্থুল কাণ্ড দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে। পরিস্থিতি এমন হয় যে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও লন্ডনগামী বিমানের চাকা নড়েনি। শেষে গোটা বিমানটিই বদলে দেয় এয়ার ইন্ডিয়া। তার পর লন্ডন যাত্রা করে বিমানটি। জানা গিয়েছে, বিমানে ছিলেন ভুটানের রাজ পরিবারের সদস্যরা।

    এ বার অবশ্য প্রথম নয়, গত মে মাসে দিল্লি থেকে আমেরিকার নেয়ার্কগামী এয়ার ইন্ডিয়ার বিমান আকাশে ওড়ার ৩০ মিনিটের মধ্যে আবার ফিরে আসে। জানা যায়, বিমানের জেট লাইনার বিজনেস ক্লাসে বাদুড় পাওয়া গিয়েছে!


    আরশিকথা দেশ-বিদেশ


    সংগৃহীত

    ৬ই সেপ্টেম্বর ২০২১

     

    3/related/default