আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    লটারির ১২ কোটি টাকা জিতে রাতারাতি জীবন বদল অটোচালকের

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


    লটারি জিতে কেরলের এক অটোচালক হয়ে গেলেন কোটিপতি! দিন দশেক আগে লটারির টিকিট কেটেছিলেন। সোমবার তার ফল প্রকাশিত হয়। ফল দেখতে গিয়ে অটোচালক জানতে পারেন, তিনিই প্রথম পুরস্কার পেয়েছেন। আর সেই পুরস্কারের আর্থিক মূল্য ১২ কোটি টাকা। কেরলের মারাডুর বাসিন্দা ওই অটোচালক। নাম জয়পালান পি আর। রাতারাতি বড়লোক হওয়া জয়পালানের কাছে জানতে চাওয়া হয়েছিল, কী করে নম্বর বেছে নিয়েছিলেন বা নম্বর বেছে নেওয়ার ক্ষেত্রে কারও পরামর্শ নিয়েছিলেন কি না। জবাবে সংবাদ সংস্থা পিটিআইকে কোটিপতি অটোচালক বলেন, ‘‘লটারির নম্বর ছিল টিই৬৪৫৪৬৫। সংখ্যাটি দেখে আমার ভাল লেগেছিল বলেই ওই টিকিটটি কেটেছিলাম। এ ব্যাপারে কারও পরামর্শ নিইনি।’’ তিরুঅনন্তপুরমের গোর্কি ভবনে লটারি খেলা হয়। কেরলের অর্থমন্ত্রী কে এন বালগোপাল অনুষ্ঠানটির উদ্বোধন করেছিলেন। কেরল জুড়ে বিক্রি হওয়া ৫৪ লক্ষ টিকিটের মধ্যে বেছে নেওয়া হয় প্রথম পুরস্কার বিজেতাকে। জয়ী জয়পালন অবশ্য ১২ কোটি টাকা জিতলেও হাতে পাবেন ৭ কোটি টাকা।


    আরশিকথা দেশ-বিদেশ


    তথ্যসূত্রঃ ইন্টারনেট

    ২১শে সেপ্টেম্বর ২০২১
     

    3/related/default