Type Here to Get Search Results !

আগরতলা আখাউড়া রেল প্রকল্পের কাজ পরিদর্শনে ডোনার বিষয়ক মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আরশিকথাঃ


ডোনার বিষয়ক মন্ত্রী ও কেন্দ্রীয় সমবায় মন্ত্রী বি এল ভার্মা বৃহস্পতিবার আগরতলা আখাউড়া রেল প্রকল্পের কাজ ঘুরে দেখেন। এই প্রকল্প ঘুরে দেখার সময় তাঁর সাথে ছিলেন পরিবহন দপ্তরের প্রধান সচিব শ্রীরাম তরণীকান্তি এবং পরিকল্পনা দপ্তরের সচিব অপূর্ব রায়। প্রকল্পের সাইটে তাদের স্বাগত জানান প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ইরকন ইন্টারন্যাশনাল সিজিএম ওয়ার্কস বিনোদ কুমার গুপ্তা, জিএম রমন শিলাং এবং অন্যান্য আধিকারিকরা। সফরকালে ডোনার বিষয়ক মন্ত্রী প্রকল্পের বিস্তারিত পর্যালোচনা করেন। প্রকল্পের কাজ সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে গিয়ে সিজিএম ওয়ার্কস শ্রীগুপ্তা বলেন, বর্তমানে আগরতলা থেকে কলকাতার রেল লাইনের দূরত্ব ১,৬০০ কিমি এবং সেই দূরত্ব পার করতে সময় লাগে প্রায় ৩৮ ঘন্টা। এই রেললাইন শেষ হলে আগরতলা কলকাতার দূরত্ব কমে দাঁড়াবে প্রায় ৫০০ কিমি, আর সময় লাগবে প্রায় ১৬ ঘন্টা। অর্থাৎ ১,১০০ কিমি দূরত্ব কমে যাবে আর ২২ ঘণ্টা সময় বাঁচবে। পরিদর্শন এবং আলোচনা শেষে কেন্দ্রীয় মন্ত্রী জাতীয় স্তরের গুরুত্বপূর্ণ এই প্রকল্পের অগ্রগতি সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন এবং রেলওয়ে ও ইরকনের আধিকারিকদের সংশোধিত সময়সীমা অর্থাৎ ৬ জুন, ২০২২ এর মধ্যে ভারতের অংশের কাজ শেষ করতে নির্দেশ দেন। এই প্রকল্পের কাজের জন্য অর্থের কোন সমস্যা হবে না বলে আশ্বাস দেন ডোনার বিষয়ক মন্ত্রী।


আরশিকথা ত্রিপুরা সংবাদ



ছবিঃ সৌজন্যে ইন্টারতারনে

১৬ই সেপ্তেম্বের২০২১

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.