রবিবার কংগ্রেস ভবনে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের স্বার্থের কথা ভেবে এবং তাদের মধ্যে সংগঠনকে মজবুত করার লক্ষ্যে এক কর্মী সম্মেলন হয়। তাতে উপস্থিত ছিলেন অল ত্রিপুরা আন অর্গানাইজড ওয়ার্কার্স কংগ্রেসের সভাপতি শান্তনু পাল, পিসিসি সভাপতি পীযুষ কান্তি বিশ্বাসসহ সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধিরা। অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য কি কি প্রকল্প রয়েছে, তারা কিভাবে এর সুযোগ পেতে পারেন, তাদের মধ্যে সংগঠনকে আরো মজবুত করে তোলা, তাদের স্বার্থে আগামী দিনে বিভিন্ন আন্দোলন কর্মসূচি গ্রহণ করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় এদিন।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
১২ই সেপ্টেম্বর ২০২১