Type Here to Get Search Results !

দিলীপ ঘোষকে সরিয়ে পশ্চিমবঙ্গে বিজেপি'র নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতির পদ থেকে দিলীপ ঘোষকে আচমকাই সরিয়ে দিল বিজেপি। তাঁর জায়গায় নতুন সভাপতি হচ্ছেন সুকান্ত মজুমদার। সুকান্ত বালুরঘাটের বিজেপি সাংসদ। সোমবার রাজ্য বিজেপি-র এই সাংগঠনিক বদলের কথা ঘোষণা করেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। রাজ্য সভাপতি হিসাবে দিলীপের মেয়াদ ফুরোনর কথা ছিল ২০২৩ সালের জানুয়ারি মাসে। তাঁর জায়গায় ওই পদে কে আসবেন তা নিয়ে দলের মধ্যেও আলাপ আলোচনা চলছিল। তবে ওই সময়সীমার এতটা আগেই তাঁকে সরিয়ে দেওয়া হবে তার আঁচ ঘুণাক্ষরেও পায়নি রাজ্য বিজেপি। এদিকে এই ঘোষণার পর ট্যুইটারে সুকান্ত মজুমদারকে অভিনন্দন জানান দিলীপ ঘোষ। তিনি বলেন, ভারতীয় জনতা পার্টির নতুন রাজ্য সভাপতি হিসেবে ডঃ সুকান্ত মজুমদারকে অভিনন্দন জানাই এবং তার সাফল্য কামনা করি। উল্লেখ্য রাজনৈতিক মহলে আলোচনা চলছিল, দিলীপ ঘোষের পর কে দায়িত্ব গ্রহণ করবেন। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে একাধিক নামের প্রস্তাব রেখেছিলেন খোদ দিলীপ ঘোষই। নাড্ডা নিজেই নাম চেয়েছিলেন দিলীপের কাছে। দলের সূত্রের খবর, রাজ্য সভাপতি পদের দৌড়ে এগিয়েই ছিলেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। প্রসঙ্গত, রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে দিলীপ ঘোষকে বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি করা হয়েছে সোমবারই।তবে দিলীপের এই পদ নিয়েই নতুন করে জল্পনা দানা বেঁধেছে রাজনৈতিক মহলে।রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, বিজেপি-তে সহ-সভাপতি পদটি নিতান্তই আলঙ্কারিক।দলে সহ-সভাপতি পদের গুরুত্ব কতটা এ নিয়ে চলছে জোর চর্চা।


আরশিকথা দেশ-বিদেশ

২০শে সেপ্টেম্বর ২০২১
    


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.