Type Here to Get Search Results !

সংবাদমাধ্যমের ওপর হামলা সরকারকে জবাবদিহি করল কোর্টঃ আগরতলা

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


সম্প্রতি সংবাদমাধ্যমের কার্যালয়গুলোতে একটি রাজনৈতিক মিছিল থেকে হামলার ঘটনায় সরকার কি পদক্ষেপ নিয়েছে তা জানতে চেয়েছে উচ্চ আদালত। আগামী ৪ অক্টোবর ফের মামলাটি আদালতে উঠবে।

জানিয়েছেন আইনজীবী রাজশ্রী পুরকায়স্থ। সংবাদমাধ্যমের ওপর হামলার পরিপ্রেক্ষিতে স্বতঃস্ফূর্ত মামলা হয় উচ্চ আদালতে। সোমবার এই মামলাটি আদালতে জানতে চায়। এই ঘটনার প্রেক্ষিতে এবং দোষীদের গ্রেপ্তারের ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হয়েছে আগামী ৪ অক্টোবর সরকারপক্ষকে এর জবাব দিতে হবে। প্রসঙ্গত শাসক দলের মিছিল থেকে মেলার মাঠ এলাকায় দুটি সংবাদমাধ্যমের কার্যালয়ে একদল দুষ্কৃতী হামলা চালায়। একাধিক গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। ব্যাপক ক্ষতি করা হয়েছে। অথচ এ ঘটনায় কাউকে গ্রেপ্তারের খবর নেই।


আরশিকথা ত্রিপুরা সংবাদ


ছবিঃ সুমিত কুমার সিংহ

২০শে সেপ্টেম্বর ২০২১