সিপিএমের রাজ্য সম্পাদক গৌতম দাশের মৃত্যুতে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত তিন দিন অর্ধনমিত থাকলো দলীয় পতাকা। রাজ্যের বিভিন্ন প্রান্তে শোক মিছিল বের হয়। প্রসঙ্গত শুক্রবার দুপুরে বটতলা মহাশ্মশানে প্রয়াতের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ৭১ বছর বয়সে প্রয়াত হন সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক গৌতম দাশ। শনিবার গন্ডাছড়া, পানিসাগর, আমবাসা, কদমতলা, কুর্তিসহ বিভিন্ন জায়গায় শোক মিছিল হয়। দলীয় কর্মী সমর্থকরা অর্ধনমিত পতাকা হাতে নিয়ে মিছিল করেন। প্রসঙ্গত গৌতম দাসের মৃত্যু যে রাজ্যে সিপিএমের জন্য বড় ক্ষতি তা বলার অপেক্ষা রাখে না। শুক্রবার বটতলা মহাশ্মশানে প্রয়াতের অন্তিম সংস্কার হয়। ঐদিন বেলা বারোটা নাগাদ ভানু ঘোষ স্মৃতি ভবন থেকে বের হয়েছিল শব মিছিল। তাতে সামিল হতে দেখা গিয়েছিল পলিটব্যুরোর সদস্য তথা বিরোধী দলনেতা মানিক সরকার, প্রাক্তন মন্ত্রী মানিক দে,বিধায়ক রতন ভৌমিক, প্রাক্তন বিধায়ক রতন দাসসহ অন্যান্য নেতৃত্বদের।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
১৮ই সেপ্টেম্বর ২০২১