আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    পরিত্যক্ত জমি খুঁড়ে ৪০ লক্ষের হিরে পেলেন মধ্যপ্রদেশের চার শ্রমিক

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


    ১৫ বছরের অক্লান্ত পরিশ্রমে এ জমি ও জমি ঢুঁড়ে মধ্যপ্রদেশের চার শ্রমিক অবশেষে খুঁজে পেলেন ৮.২২ ক্যারাটের হিরে। যার বর্তমান বাজারদর প্রায় ৪০ লক্ষ টাকা। মধ্যপ্রদেশের পান্না হিরের খনির জন্য বিখ্যাত। সেই পান্নারই হিরাপুর তাপারিয়া এলাকায় গত ১৫ বছর ধরে একের পর এক জমি লিজ নিয়েছিলেন চার শ্রমিক। এক দিন না এক দিন ওই জমি থেকে হিরে খুঁজে পাবেন, এই আশা নিয়েই লিজ নেওয়া জমিতে হিরে খোঁজা শুরু করেন তাঁরা। শ্রমিকদের মধ্যে এক জন রঘুবীর প্রজাপতি জানান খনিতে কাজ করার সুবাদে তাঁদের অভিজ্ঞতা ছিল। তাই ছোট ছোট পরিত্যক্ত খনি লিজ নিতেন হিরে খুঁজে পাওয়ার আশায়। কিন্তু প্রতি বারই তাঁদের খালি হাতে ফিরতে হয়েছে। এ বছরের শুরুতেই হিরাপুরে একটি জমি লিজ নিয়েছিলেন তাঁরা। গত ছ’মাস ধরে সেই জমিতে হিরে খুঁজে গিয়েছেন। এই জমি তাঁদের হতাশ করেনি। জমি খুঁড়ে রঘুবীররা খুঁজে পেয়েছেন ৮.২২ ক্যারেটের হিরে। আর সেই হিরে খুঁজে পেয়েছেন রঘুবীর নিজেই।


    আরশিকথা দেশ-বিদেশ


    তথ্যসূত্রঃ ইন্টারনেট

    ১৫ই সেপ্টেম্বর ২০২১
     

    3/related/default