বামপন্থী ছাত্র যুব সংগঠন ডিওয়াইএফআই, এসএফআই,টিওয়াইএফ এবং টিএসইউ এর যৌথ উদ্যোগে রাজ্য জুড়ে দাবি দিবস পালন করা হয়েছে। তারই অঙ্গ হিসেবে বুধবার ছাত্র-যুব ভবনে এক আলোচনা সভা হয়। বিষয়বস্তু "সবার জন্য কাজ চাই, সবার জন্য শিক্ষা চাই"। ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক নবারুণ দেব জানান, সারা বছরই বামপন্থী ছাত্র যুবরা কাজ ও খাদ্যের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারই মাঝে ১৫ সেপ্টেম্বর দিনটিতে সারা দেশে বামপন্থী ছাত্রযুবরা প্রতীকী দিবস পালন করে।
এরই অঙ্গ হিসেবে এদিন এই আলোচনা সভার আয়োজন। তিনি অভিযোগ করে বলেন, মোদি সরকার বলেছিল বছরে ২ কোটি বেকারের চাকরি হবে। কিন্তু কোথায় চাকরি? বেকারদের কথা ভাবছে না সরকার। কাজ ও শিক্ষার দাবিতে ছাত্র যুবাদের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান তিনি।আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
১৫ই সেপ্টেম্বর ২০২১