আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ফের গৃহবন্দি হয়ে কেন্দ্রের সমালোচনায় মুখর মেহবুবা মুফতির

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


    কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতির দাবি করলেন, ফের তাঁকে গৃহবন্দি করেছে কাশ্মীর প্রশাসন। টুইটারে নিজেই এই অভিযোগ করেছেন মুফতি।বুধবার টুইটারে একটি পোস্ট করেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি এই দাবি করেন। তিনি লেখেন, ”আজ আমাকে ফের গৃহবন্দি করা হয়েছে। ট্রলে একটি গ্রামে সেনার অত্যাচারের খবর পেয়ে সেখানে যাওয়ার চেষ্টা করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। এটাই কাশ্মীরের সত্যিকারের ছবি।” সেই সঙ্গে তিনি কটাক্ষ করেন, ”এখানে পরিদর্শনকারীরা এলে এই ছবি তাঁদের দেখানো উচিত, ভারত সরকারের পিকনিক ট্যুর না দেখিয়ে।”এই মাসে এই নিয়ে দ্বিতীয়বার মেহবুবাকে গৃহবন্দি করা হল। সেই সময়ও টুইট করে ক্ষোভ উগরে দিতে দেখা গিয়েছিল তাঁকে। তিনি দাবি করেন, তাঁকে বাড়িতে আটকে রেখেছে কাশ্মীর পুলিশ। কারণ হিসাবে নাকি তাঁকে বলা হয়েছে, উপত্যকার পরিস্থিতি এই মুহূর্তে একেবারেই স্বাভাবিক নয়। মেহেবুবা বলছেন, এতেই বোঝা যায়, কাশ্মীরে স্বাভাবিক পরিস্থিতি ফেরানোর যে দাবি কেন্দ্র করেছিল, সেটা একেবারেই ঠিক নয়। আসলে দিন কয়েক আগেই কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলি শাহ গিলানি প্রয়াত হয়েছেন। তাঁর মৃত্যুর পর উত্তর কাশ্মীরে অশান্তির আশঙ্কা করা হচ্ছে। সম্ভবত সেকারণেই সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে মেহেবুবার উপর নজরদারি চালানো হয়েছিল। এবার ফের গৃহবন্দি করা হল মেহবুবাকে।


    আরশিকথা দেশ-বিদেশ


    তথ্যসুত্রঃ ইন্টারনেট

    ২৯শে সেপ্টেম্বর ২০২১
     

    3/related/default