প্রধানমন্ত্রী পোষণ প্রকল্পে সম্মতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। এর ফলে ১১.২ লক্ষ সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে মিড-ডে মিল পাবে পড়ুয়ারা। এদিন সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানান, আগামী পাঁচ বছর অর্থাৎ ২০২১-২২ থেকে ২০২৫-২৬ পর্যন্ত চলবে এই প্রকল্পটি। এর জন্য কেন্দ্র খরচ করবে ৫৪,০৬১.৭৩ কোটি টাকা। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি খরচ করবে ৩১,৭৩৩.১৭ কোটি টাকা। এছাড়া আরও ৪৫ হাজার কোটি টাকা খাবার কিনতে পৃথকভাব খরচ করবে কেন্দ্রীয় সরকার। যার ফলে পুরো প্রকল্পটির বাজেট দাঁড়াবে ১,৩০,৭৯৪.৯০ কোটি টাকা।এদিকে, ইতিমধ্যে আগেই গোটা দেশে চালু রয়েছে মিড-ডে মিল প্রকল্প। অনুরাগ ঠাকুর এদিন জানিয়ে দেন, এই প্রকল্পের পাশাপাশি মিড-ডে মিলও চালু থাকবে।
আরশিকথা দেশ-বিদেশ
তথ্যসূত্রঃ ইন্টারনেট
২৯শে সেপ্টেম্বর ২০২১