আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আরও ভয়াবহ ডেঙ্গু, ১১ রাজ্যকে সতর্কবার্তা কেন্দ্রের

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


    দেশের ১১টি রাজ্যে সেরোটাইপ-২ প্রকোপ নিয়ে সতর্ক করল কেন্দ্র। কীভাবে এই সংক্রমণ প্রতিরোধ করা যাবে তার পরামর্শও দেওয়া হয়েছে। সবচেয়ে ভয়াবহ অবস্থা উত্তরপ্রদেশে। ডেঙ্গু, ম‌্যালেরিয়া ও ভাইরাল জ্বরে আক্রান্ত ২৫০-রও বেশি রোগীকে ভর্তি করা হল উত্তরপ্রদেশের কানপুর হাসপাতালে। এদের মধ্যে অন্তত ৩০ জন শিশুও আছে। এখনও পর্যন্ত উত্তরপ্রদেশের বিভিন্ন অঞ্চলে দেড় হাজারেরও বেশি ডেঙ্গু ও ভাইরাল জ্বরে আক্রান্ত হওয়া রোগীর খোঁজ মিলেছে।কেন্দ্রের দাবি, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, কর্নাটক, কেরল, মধ‌্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশা, রাজস্থান, তামিলনাড়ু ও তেলেঙ্গানার মতো রাজ‌্যগুলিতে সেরোটাইপ-২ ডেঙ্গুতে আক্রান্তের ঘটনা বেশি হচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ‌্য ও পরিবার কল‌্যাণ মন্ত্রকের তরফে কেন্দ্রীয় স্বাস্থ‌্য সচিব রাজেশ ভূষণ রাজ‌্যগুলিকে সতর্ক করে জানান, রাজ্যে এমন স্বাস্থ‌্য ব‌্যবস্থা তৈরি করতে হবে যাতে দ্রুত ডেঙ্গুর শনাক্তকরণ হয়। জ্বরে আক্রান্তদের সাহায‌্য করার জন‌্য হেল্পলাইন তৈরি করতে হবে। এছাড়া যথেষ্ট পরিমাণে টেস্ট কিট, লার্ভিসাইডস ও ওষুধের জোগান রাখতে হবে। পাশাপাশি ব্লাড ব‌্যাঙ্কগুলিকে পর্যাপ্ত পরিমাণ রক্ত, রক্তের নানা উপাদান (বিশেষ করে প্লেটলেট) মজুত রাখারও নির্দেশ দিয়েছে কেন্দ্র।


    আরশিকথা দেশ-বিদেশ

    ২০শে সেপ্টেম্বর ২০২১
     

    3/related/default